দ্বাদশ সংসদ নির্বাচন কচুয়ায় জাসদ মনোনীত প্রার্থী সাইফুল ইসলামের সংবাদ সম্মেলন

কচুয়া প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম সোহেলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে জাসদ কচুয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় যুব জোট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মশাল প্রতীকের মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম সোহেল। এসময় তিনি বলেন, আমরা আওয়ামী লীগের জোট ১৪ দলের শরীক।

আসন্ন সংসদ নির্বাচনে মশাল প্রতীকে জাসদ আমাকে মনোনীত করেছেন। আসন্ন নির্বাচনে আমি চাঁদপুর-১ কচুয়া আসনে মশাল প্রতীকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবো। তবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে আমি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন করে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাবো।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কচুয়া উপজেলা শাখার সভাপতি আবদুল হাই, জাসদ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ, জাসদ নেতা জাহিদুল হক সোহাগ, জাতীয় যুব জোট কচুয়া উপজেলা শাখার মো. মুজিবুর রহমান ও কচুয়া পৌরসভা শাখার সভাপতি মো. মোস্তফা কামাল প্রমূখ।

এসময় কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান ও মানিক ভৌমিক, নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আফাজউদ্দীন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব চন্দ্র শীল, দপ্তর সম্পাদক ওমর ফারুক সাইম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মহসিন হোসাইন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাঈদ, কার্যনির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেনসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন