পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উবির বার্ষিক মিলাদ, দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সাদ্দাম হোসেন :
চাঁদপুর শহরের আঃ করিম পাটওয়ারী সড়কস্থ পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ, দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১২ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রওশন আরা বেগম।
কোরআন তেলাওয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী আফিয়া আবিদা রহমান এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন সালমা আক্তার ও শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী জুঁই আক্তার।
প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
বিদ্যালয়ে সদ্য যোগদানকারী সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্ঠায় তোমাদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকাতেও স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এ সময় তিনি এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক রত্না রাণী কুণ্ডু, মুহাম্মদ নাছির ও মাজেদা রহমান প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম গাজী।
এ সময় বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাড়াও সকল শিক্ষার্থীগণ, শিক্ষক মণ্ডলী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এ সময় এসএসসি পরীক্ষার্থীদের ফুল ও উপহার তুলে দেন শিক্ষকমণ্ডলীগণ।