ফরিদগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিআইপি জালাল আহমেদের কার্যালয়ের উদ্বোধন

মোঃ আনিছুর রহমান সুজন :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও কাতার আওয়ামীলীগের সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদের কার্যালয়ের উদ্বোধন হয়েছে।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে উপজেলা সদরস্থ লাকি প্লাজায় অফিস উদ্বোধন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাসহ ১৫ আগস্ট নিহত সকলের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা আ’লীগের সহ-সভাপতি লোকমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য পাবেল পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, খোরশেদ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, পাইকপাড়া উত্তর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক পিএম আক্তার, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক মহন মোল্লা, ৯ নং গোবিন্দপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন রাঢ়ী, পৌর ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলী হায়দার পাঠান টিপু, ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি অহিদ পাটওয়ারী, পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফফার সজিব, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম বরকন্দাজ, ছাত্রলীগ নেতা আজাদ হোসেন প্রমূখ।

Loading

শেয়ার করুন