ফরিদগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সম্মননা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খানের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গদৃককালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সদস্য খোরশেদ আলম পাটওয়ারী, সবাকে সহকারি বর সংরক্ষক মোহাম্মদ উল্ল্যা খান, সাবেক ডাক বিভাগের কর্মকর্তা নেছার আহমেদ খান, বায়তুল আমান জামে মসজিদের সভাপতি লুৎফুর রহমান খান প্রমুখ।

আলোচনা শেষে বিগত কয়েক বছরে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সম্মনা প্রদান করা হয়।

Loading

শেয়ার করুন