ফরিদগঞ্জ পৌর ৩নং ওয়ার্ডের নৌকা প্রতিকের কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভা

ফরিদগঞ্জ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ পৌর ৩নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ভাটিরগাঁও গ্রামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ আসনে নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনা অনেকের মধ্য থেকে একজনকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। আমরা যারা আওয়ামীলীগের রাজনীতি করি অবশ্যই আমাদের সকলের উচিত মাননীয় নেত্রীর সিদ্ধান্তকে শ্রদ্ধা করে নৌকার জন্য কাজ করা। নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করা। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকা তথা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলেই উন্নয়নের কর্মযোজ্ঞ দেখতে পায় মানুষ।

পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসান রাজা পাটওয়ারীর সভাপতিত্বে ও পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রোটারী ক্লাব ফরিদগঞ্জ’র সভাপতি সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম সাউদ, সাবেক ছাত্রনেতা আহসান হাবীব মামুন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মনির আহম্মেদ, বাবুল মোল্লা, মিন্টু পাটওয়ারী, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, আফসার হোসেন, সজিব হোসেন, তানভির হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে আওয়ামী লীগনেতা বাবুল মোল্লাকে আহবায়ক ও শিপন মাষ্টারকে সদস্য সচিব করে ভাটিরগাঁও নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়।

Loading

শেয়ার করুন