ফরিদগঞ্জে নৌকার পক্ষে হাজারো নেতাকর্মী সমর্থকদের গণমিছিল

ফরিদগঞ্জ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নৌকার প্রার্থী জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের নৌকার সমর্থনে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশ গ্রহণে গণমিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে গণমিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

এ সময় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছে। আমাকে আপনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচনের ইশাতেহার অনুযায়ী স্মার্ট বাংলাদেশ নির্মাণের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের স্মার্ট মানুষ লাগবে। প্রতিটি সেক্টরেই এর ছোঁয়া লাগতে হবে। আমি বিগত ৫ বছর যেসব উন্নয়ন কাজ করেছি, তার ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। অন্য কোন প্রতীক নয় শুধু নৌকাই পারবে আপনাদের স্বপ্ন সারথি হতে।

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সদস্য সচিব আমির আজম রেজা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম, জেলা আওয়ামীলীগের সদস্য জসিম পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, বীরমুক্তিযোদ্ধা মাও. শহিদ উল্ল্যা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাসানুজ্জামান তারেক, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, যুবলীগ আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, পৌর যুবলীগের যুগ্মআহ্বায়ক এসএম সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ সভাপািত বাকী বিল্লাহ সোহাগ প্রমুখ।

Loading

শেয়ার করুন