ফরিদগঞ্জে যানজট নিরোসনে প্রশাসনের প্রশংসনীয় তৎপরতা
ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন ।
বেশ কিছুদিন ধরে ফরিদগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ন্য প্রবেশ পথগুলো ফুটপাতে থাকা দোকান ও অটো চালকের দখলে চলে যাচ্ছিল। এমনকি ফরিদগঞ্জ বাসষ্টান্ডে যানবাহনের জন্য আলাদা লেন ব্যবহার নাকরায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিষয়টি উপলদ্ধি করে জন দুর্ভোগ লাগবে ২৩ আগষ্ট বুধবার বিকালে ফরিদগঞ্জ সদরের গুরুত্বপূর্ণ্য সড়কের যানজট নিরোসনে মাঠে নামে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুর নেসার নেতৃত্বে পুলিশসহ মাঠে নেমেছে প্রশাসন।
এসময় উপজেলা নির্বার্হী অফিসার তাসলিমুর নেসা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুটপাতের অস্থায়ী দোকান মালিকদের দোকান সরিয়ে নিতে এবং অটো-রিক্সা , সিএনজি,বাস চলাচলের জন্য আলাদা লেন ব্যবহারের নির্দেশনা প্রদান করেন।
আজ প্রাথমিকভাবে সকলকে সচেতনতার আহŸান করেন তিনি। অন্যথায় নির্দেশনা অমান্যকারীরদের বিরুদ্বে ভ্রাম্যমান আলাদাত পরিচালনা করে আইননানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে । আগামী ২৪আগষ্ট থেকে নির্দেশনা কার্যকর করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনূও রশীদ পাঠান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবদুল মান্নান । ট্র্যাফিক ইন্সপেক্টর মো. আজাদ।