ফরিদগঞ্জে সমাজসেবা অফিসের মাঠকর্মীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত চলছে
ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের অফিসের মাঠ কর্মী পান্না আক্তারের বিরুদ্ধে ভাতার বই করে দেওয়ার নাম করে অর্থ আত্মসাতসহ অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার (২৭ নভেম্বর) চাঁদপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের একটি টিম তদন্ত করেছেন। এদিকে অভিযুক্ত পান্না আক্তার তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন। এই ঘটনার পর জেলা সমাজসেবা অফিস অভিযুক্তকে অন্যত্র বদলি করেছে।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের মাঠকর্মী পান্না আক্তার বিগত তিন বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকার মহিলাদেরকে ভাতার কার্ড করে দিবে বলে জনপ্রতি ২ থেকে ৪/৫ হাজার টাকা আদায় করতো। এই বিষয়ে ভুক্তভোগীরা জেলা সমাজসেবা অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক রুহুল আমিন বশিরের নেতৃত্বে একটি তদন্ত টিম গত বুধবার (২৭ নভেম্বর) তদন্ত করতে আসেন।
উপজেলা সমাজ সেবা অফিসে এসময় অভিযোগকারীরাসহ অনেক লোকজন ভিড় করেন। তারা পান্না আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। তদন্তকারী কর্মকর্তা ভুক্তভোগীদের কথা শোনেন এবং ব্যবস্থা নেয়ার আশ^াস দেন।
ভুক্তভোগী নাজমা, নাছুমা, অজুফা, মুন্নিসহ অনেকেই বলেন, পান্না আক্তার আমাদের ভাতার বই করে দেবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। কার্ড কবে দিবেন সেই কথা বললে আমাদেরকে হুমকি-ধমকি দিতো। তাই নিরুপায় হয়ে আমরা অভিযোগ দিতে এখানে এসেছি।
এ সময় তারা অভিযোগ করে বলেন, টাকা আসার সময় হলে ফোন দিতো। ভাতার ৫০ ভাগ টাকা সরিয়ে রাখতে হতো পান্না আক্তারের জন্য। না দিলে ভাতা বন্ধ করার হুমকি দিতেন তিনি। এ সকল টাকা পয়সা নিজে না নিয়ে সকল কাজ করতেন স্থানীয় দালালের মাধ্যমে।
এদিকে অভিযুক্ত মাঠকর্মী পান্না আক্তার বললেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়ে তা মিথ্যা ও ভিত্তিহীন।
অন্যদিকে তদন্তকারি কর্মকর্তা ও জেলা সহকারী পরিচালক রুহুল আমিন বশির বলেন, আমরা তদন্ত করেছি। রিপোর্ট আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে জমা দিবো।
এদিকে অনিয়মের অভিযোগের পর মাঠকর্মী পান্না আক্তারকে মতলব দক্ষিণে বদলি করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?