ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান

মোঃ আনিছুর রহমান সুজন :
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ১৩ ফরিদগঞ্জ উত্তরের জনপ্রিয় চেয়ারম্যান জয়নাল আবেদীনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে (১৮ আগষ্ঠ) শুক্রবার বাদ জুম্মা পারিবারিক উদ্যোগে ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে ও দোয়া বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়।

দোয়ানুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দেস ও ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মমিনুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা, আজিজুর রহমান, মজিবুর রহমান দুলাল, জাকির হোসেন পাটওয়ারী, নাছির উদ্দীন পাটওয়ারী, শাহাবুদ্দিন বাবুল, বিল্লাল হোসেন কোম্পানী, মজিবুর রহমান, সেলিমহোসেন রাঢ়ী, ইকবাল হোসেন পাটওয়ারী, হারুন অর রশীদ পাঠান, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির, ফজলুর রহমান,টুটুল পাটওয়ারী, আলী আজগর লিটন, শাওন পাঠান মহিনউদ্দীন মহিন, মনির হোসেন, রাসেদ আলমসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল শ্রমীক দলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়ানুষ্ঠানে এই সময় পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মরহুম জয়নাল আবেদীনের বড় ছেলে বিশিষ্ট ব্যাংকার হাবীবুর রহমান রূবেল।

Loading

শেয়ার করুন