মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অন্যতম একটি বিষয় : এম ইসফাক আহসান সিআইপি   

সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর :
শুক্রবার   (১৮  আগস্ট  ) বিকালে মতলব দক্ষিণ   উপজেলা  নিউ হোস্টেল  মাঠে   মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির  আয়োজিত  ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও    চাঁদপুর-২ আসনের  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী  এম ইসফাক আহসান (সিআইপি) বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অন্যতম একটি বিষয়। খেলাধুলার মাধ্যমে মেধা বিকাশ হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিটি পর্যায়ে খেলাধুলা অব্যাহত রেখেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন তা বাস্তবায়ন করছেন।

এম ইসফাক আহসান  আরো বলেন, আজকের এই প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হতে পারে নাই, তাদের হতাশ হওয়ার কিছু নেই। পরের বার সফল হতে চেস্টা করতে হবে।

উদ্বোধক  হিসেবে   বক্তব্য রাখেন   মতলব দক্ষিণ  থানার  পুলিশ পরিদর্শক সালেহ আহমেদ,  সমিতির   সভাপতি আলহাজ্ব কাজী নাছির উদ্দীনের  সভাপতিত্বে  সমিতির সাধারণ সম্পাদক  ফয়সাল সরকারের পরিচালনায়   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, জহিরুল ইসলাম আলেক, এ,ক,এম আজাদ, চন্দন শাহা , মজিবুর রহমান সরকার, আঃ হান্নান অপু,   তত্ত্বাবধানে আলমাছ প্রধান সহ আরও অন্যান্য আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ ও সুধীজন। খেলায় অংশগ্রহণ করেন মাছ ও  কাঁচাবাজার   ব্যবসায়িক  সমিতি  বনাম,ও কাপড় ব্যবসায়িক সমিতি  কাপড় ব্যবসায়ী সমিতিকে ১ গলে   হারিয়ে  কাঁচাবাজার ব্যবসায়িক সমিতি চ্যাম্পিয়ন হয়েছেন।   খেলায়  হাজার হাজার দর্শক এসে  খেলা  উপভোগ করেন।

Loading

শেয়ার করুন