ফরিদগঞ্জে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৫
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ অক্টোবর) চাঁদপুর-রায়পুর মহাসড়কের ফরিদগঞ্জ অংশের চরকুমিরা রাস্তামাথা এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক মোহম্মদ হানিফ (৪০) কে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে এবং আহত অবস্থায় সিএনজিতে থাকা তিন জন যাত্রীকে চিকিৎসার জন্য ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দূর্ঘটনার পর মোটর সাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ট্রাফিক চার্জন মো. ফখরুদ্দিন আজাদ দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন এবং দুমড়ে-মুচরে যাওয়া সিএনজিটি ফরিদগঞ্জ থানায় প্রেরণ করেন।
ঘটনাসূত্রে জানা যায়, চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে ৪ জন যাত্রী সহ ফরিদগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় সিএনজি চালক মোহম্মদ হানিফ। পরে ফরিদগঞ্জ ব্রীজের উত্তর পাশে চরকুমিরা রাস্তা মাথা এলাকায় মোটর সাইকেলের সাথে দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় আহত তিন যাত্রী হলেন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নাসির উদ্দিন(৬০), রাজিব দাস(২৯) এবং নাসিমা বেগম (৫৬)। সিএনজিতে থাকা অপর যাত্রী সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
সিএনজিতে থাকা সিএনজির যাত্রী আহত রাজিব দাস এই প্রতিবেদককে জানান, আমরা চাঁদপুর থেকে আসার সময় এক যুবক মোটর সাইকেল নিয়ে খুব দ্রুত গতিতে এসে হঠাৎ রাস্তার মাঝখানে মোটর সাইকেল ঘুরানোর সময় আমাদের সিএনজিটি ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সিএনজিটি দুই-তিন পল্টি খায়। দূর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালক মোহম্মদ হানিফ ফরিদগঞ্জ পৌরসভার রুদ্রগাঁও এলাকার বাসিন্দা৷