ফরিদগঞ্জে ২ সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক, চাঁদপুর রিপোর্ট : চাঁদপুরের ফরিদগঞ্জে একটি বাড়ি থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর স্বামী আরিফ রাঢ়িকে আটক করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে, স্বামীর প্রেমের সম্পর্কের জেরে সন্তানদের নিয়ে আত্মহত্যা করেন ওই নারী।
উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামে পূর্ব লাড়ুয়া গ্রামে রাঢ়ি বাড়িতে আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃতরা হলেন– মা ফাতেমা আক্তার সীমা (২৬), মেয়ে আরিফা (০৬) ও আরিয়া (০৩)। ফাতেমা আক্তারের স্বামী আরিফ রাঢ়ি দুবাইয়ে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
ওসি বলেন, খবর পেয়ে দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর পরকীয়া সন্দেহ করতেন স্ত্রী ফাতেমা আক্তার। সেখান থেকে অভিমানে আত্মহত্যা করতে পারেন। পুলিশ ঘটনার আসল রহস্য উদঘাটনে কাজ করছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে।
প্রকাশিত : মঙ্গল বার, ০৯ এপ্রিল ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন