ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সংর্বধনা
মো: আনিছুর রহমান সুজন :
ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিয়েছে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন আহাম্মদ রাজন শেখ ও তার পরিষদ।
বৃহষ্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথমেই প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদকে ফুলেল শুভেচছার মাধ্যমে বরণ করে নেন।
পরে চেয়ারম্যান হোসাইন আহাম্মদ রাজন শেখ সভাপতিত্বে ও সাংবাদিক রুহুল আমিন স্বপনের পরিচালনা বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান রামজান আলী খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মাকিল মুশফিক, ইউপি সচিব ছিদ্দিকুর রহমান মীর, ইউপি সদস্য মো. শরীফ হোসেন, মো. সেলিম হোসেন জিতু, মোহাম্মদ নূরুল ইসলাম, হিসাব -সহকারী মো. মাহফুজুর রহমান, ইউডিসি আঃ কাদির লটিন, মো. আলমগীর শেখ, সাইফুল ইসলাম।
সভায় বক্তারা ইউনিয়ন পরিষদ কতৃক এধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এই আয়োজনের মাধ্যমে গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিদের মধ্যে সম্পর্খ আরো সুদৃঢ় হবে।