বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীরা সবসময় কাজ করেছে : সুজিত রায় নন্দী

হাইমচর প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,চাঁদপুরের কৃতীসন্তান সুজিত রায় নন্দী বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ শক্তি। তারাই আওয়ামী লীগকে যুগে যুগে টিকিয়ে রেখেছে। তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে হবে। ব্যাক্তির মৃত্যু হলেও কর্মের মধ্য দিয়ে ত্যাগীরা আজীবন স্বরণীয় হয়ে থাকবেন।

তিনি আরো বলেন, জাতীয় শোক দিবস হাইমচর উপজেলা আওয়ামী লীগ সবাই ঐক্যবদ্ধ হয়ে যথাযথ মর্যাদায় ও সুন্দরভাবে পালন করবেন। জাতীয় শোক দিবসে শপথ নিবো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে সরকার গঠন করবো।

শনিবার (১২ আগস্ট) সকাল ৯ টায় হাইমচর উপজেলা আওয়ামী লীগের প্রবীণ রাজনৈতিকবীদ মরহুম আমান সরকারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের খোজ খবর নেওয়ার সময় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীরা সবসময় কাজ করেছে। আর বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামীদিনে স্বাধীনতার পক্ষের শক্তি আবারো ক্ষমতায় আসবে। তাহলে এ দেশের মানুষ ভালো থাকবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদ, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম পাটোয়ারী, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন মাস্টার, খালেক আখন, হাইমচর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, চরভৈরবী ইউনিয়নের কৃতি সন্তান মোঃ সোহেল হাওলাদার, চরভৈরবী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ, মশিউর রহমান সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

Loading

শেয়ার করুন