ওমরাহ করে ফেরার পথে ফরিদগঞ্জের এক প্রবাসী নিহত : আহত ৩

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর গজারিয়া গ্রামের মাঝি বাড়ির প্রবাসী বাচ্চু মিয়া ও তার দুই প্রবাসী ছেলে ইউছুফ মাঝি এবং রাকিব মাঝিকে নিয়ে সৌদি আরবের মক্কায় ওমরাহ হজ করতে যান।

শনিবার ওমরাহ হজ শেষে তারা তিন জন এবং ফরিদগঞ্জ উপজেলার চরমুঘুয়া গ্রামের আরো একজনসহ মোট ৪জন প্রাইভেট কারযোগে মক্কা থেকে নিজ কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পতিত হয়।

জানা গেছে, বাবা ও ছোট ভাইসহ ওমরাহ হজ করে গাড়ী যোগে নিজের কর্মস্থলে ফেরার পথে সৌদি আরবে ইউছুফ মাঝি (৩২) এক প্রবাসী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ইউছুফের বাবা বাচ্চু মিয়া (৫৫), ছোট ভাই রাকিব (২৫) এবং নাম না জানা আরেক গুরুতর আহত হয়েছে। এদের সকলের বাড়ি চাঁদপুরেরর ফরিদগঞ্জে। শনিবার (১২ আগস্ট) দুপুর ২ টার (বাংলাদেশ সময়) দিকে সৌদি আরবে এই দুর্ঘটনা ঘটে ।

ঘটনাস্থলেই ইউছুফ মাঝি নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি ওই পরিবারের সদস্যদের সাথে কথা বলে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহেল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ইউছুফ মাঝির মৃত্যুর ঘটনায় তার পরিবারের মাঝে শোকের ছায় নেমে এসেছে। পরিবারের সদস্য রা জানান, বাচ্চু মিয়া দীর্ঘ ২০ বছর ধরে সৌদি আরবে থাকলেও ১০ বছর পুর্বে ইউছুফ মাঝি ও তার ভাই রাকিব মাঝি একই সময়ে প্রবাসে যান। নিহত ইউছুফ মাঝি এক ছেলে (বয়স ১১) ও এক কন্যা (বয়স ৪) সন্তানের জনক। মধ্য পোয়া চৌকিদার বাড়িতে বিয়ে করে সে ।

Loading

শেয়ার করুন