বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট : ফাইনালে নাছিরাকান্দি ও চরকালিয়া দল বিজয়ী

সফিকুল ইসলাম রানা :

মতলব উত্তরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা গত ১৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (প্রস্তাবিত) এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অংশ গ্রহণ করেন ব্যাসদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইব্রেকারে ৩-০ গোলে দল নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে।

পরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অংশ গ্রহণ করেন নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দল বিজয়ী হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্যে দেন- ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্যাহ সরকার, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান ও পরিচালনা করেন ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান আশিক।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষা অফিসার আহসানুজ্জামান লুলুু, মো.হানিফ মিয়া, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর শাহজাহান মোল্লা, মো. সবুজ মিয়া, আমান উল্লাহ সরকার, জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা জসিম উদ্দিন’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন