বাসচাপায় প্রাণ গেলো কচুয়া উপজেলা ছাত্রদল নেতার : আহত ৩

ওমর ফারুক সাইম, কচুয়া প্রতিনিধি :
কচুয়ার আল-আরাফা পরিবহনের বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কচুয়া উপজেলা ছাত্রদলের একাংশের সাধারণ সম্পাদক ওমর ফারুক (৩৫) নিহত হয়েছে।

সোমবার সকালে কচুয়া উপজেলার ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তারা হলেন- রাগদৈল গ্রামের আবু তাহের(৬০), আবু তাহেরের স্ত্রী জাবিন খান ও কলাকোপা গ্রামের জোহর আলীর ছেলে নবীর (৩০)।

নিহত ওমর ফারুক তেগুরিয়া গ্রামের বাসিন্দা । তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আল-আরাফা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজির। আহত হয় চার জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কচুয়া থানায় অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল জানান, আল-আরাফাহ পরিবহনের বাসটি জব্দ করা হয়।

Loading

শেয়ার করুন