মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ (সোমবার)। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এর কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ও অনলাইনে তাঁরা মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মানিক দর্জি।

ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজ, মিয়া আসাদুজ্জামান ও সামির হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাভলী চৌধুরী একক প্রার্থী।

উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলায় ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা। ভোট কেন্দ্র ৯৯ টি। মোট ভোটার ২ লক্ষ ৭৭হাজার ৮২৫জন। এরমধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৪২হাজার ৪৩৪জন, মহিলা ভোটার ১লক্ষ ৩৫হাজার ৩৯০জন ও হিজড়া ভোটার ১ জন। মোট ভোট কক্ষের সংখ্যা ৬৬১টি।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ হবে ৮ মে।

প্রকাশিত : সোমবার, ১৫  এপ্রিল ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন