মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি : মহান একুশে ফেব্রুয়ারিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জের দুর্গাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

পশ্চিম হর্ণী দূর্গাপুর আবদুল কন্ট্রাকটারের বাড়ীর সামনে মাঠে দিনব্যাপী বার্ষীকক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেলে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর হোসেন খাঁন নুরুল ইসলাম কন্ট্রাটারের সভাপতিত্বে ও সমাজ সেবক সবুজ কন্ট্রাকটার ও আরিফ হোসেন বেপারীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালি বাজার মিজানুর রহমান কলেজের সাবেক সদস্য মো হারুনুর রশিদ সমাজসেবক মো. আনিছুর রহমান মজুমদার, জসিম মজুমদার, খোকন বেপারী বিল্লাল হোসেন গাজী, সবুজ গাজী, রুবেল মিজি, রুবেল বেপারী কোরআন তিলায়াত করেন হাফেজ তুহিন, আবদুল গফুর, রফিকুল ইসলাম পাটওয়ারী, রাসেল গাজী।

অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ তসলিম হোসেন। পরে সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Loading

শেয়ার করুন