লাঞ্ছিত হলেন ফরিদগঞ্জ এ আর উবির প্রধান শিক্ষক রফিকুল আমিন
স্টাফ রিপোর্টার : চিকিৎসা জনিত ছুটিতে থাকলেও উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে দেখা করতে এসে উপজেলা পরিষদে বখাটেদের হাতে লাঞ্ছিত হলেন ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।
আগামী ২০ নভেম্বর তিনি অবসরে যাচ্ছেন। বিদায় মূর্হুতে এই ধরনের ন্যাক্কার ঘটনা শিক্ষক সমাজসহ সচেতনদের স্তম্ভিত করেছে।
জানা গেছে, গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের কারণে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনৈতিক কারণে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষরা প্রকাশ্যে মিছিল করে পদত্যাগ দাবিসহ নানা বিদ্যালয়ে কয়েক দফায় হানা দেয় । অন্যদিকে বিদ্যালয়ের অভ্যন্তরে গোপনে তার বিরুদ্ধে জোট বাঁেধ আরেকটি পক্ষ। এই কারণে তিনি এসব বিষয়ে এড়াতে চিকিৎসাজনিত ছুটি নেন। আগামী ২০ নভেম্বর তিনি অবসরে যাবেন।
গত ৪ নভেম্বর ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: এরশাদ উদ্দিন এর নেতৃত্বে উপজেলা নিবার্হী কর্মকর্তার কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)সহ অন্যরা বিদ্যালয় পরিদর্শনে যায়। এরই মধ্যে রফিকুল আমিন কাজল ইউএনওর সাথে দেখা করতে এসে তাকে না পেয়ে বেরিয়ে যাওয়ার সময় পর পুর্ব থেকে উপস্থিত বখাটেদের তোপের মুখে পড়ে। এক পর্যায়ে তাকে শারিরিক ভাবে লাঞ্ছিত করে।
বিষয়টি নিশ্চিত করে রফিকুল আমিন জানান, তিনি ইউএনওর সাথে দেখা করতে এসে না পেয়ে বেরিয়ে যাবার সময়ে আশিকসহ কয়েকজন তাকে চলে যাওয়ার জন্য বলেন। তিনি চলে যাওয়ার মুর্হূতেই উপজেলা পরিষদ মসজিদের সামনে উপস্থিত কিছু বখাটে তাকে লাঞ্ছিত করেন। বিষয়টি তিনি ইউএনওবে ফোনে জানিয়েছেন বলে জানান।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সুলতানা রাজিয়া মুঠো ফোনে সাংবাদিকদের জানান, গতকাল ৪ নভেম্বর ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: এরশাদ উদ্দিন এর নেতৃত্বে আমার কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)সহ আমরা বিদ্যালয় পরিদর্শনে যাই। এরপর রফিকুল আমিন কাজল আমার সাথে দেখা করতে এসে না পেয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি লাঞ্ছিত হয়েছেন বলে আমাকে ফোনে জানিয়েছেন। বিষয়টি দু:খজনক, আমি তাকে আইনী ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?