শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাহরাস্তি থানা পুলিশের মতবিনিময় সভা
মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৩ উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টায় শাহরাস্তি মডেল থানার উদ্যোগে থানার পাবলিক সার্ভিস রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুব্রত কুমার সরকার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সূচীপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন হেলাল, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান আলম বেলাল, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডাঃ আবদুর রাজ্জাক, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, অধিকারী বাড়ি পূজা মন্ডপের সভাপতি ডাঃ বিকাশ চক্রবর্তী, পুরোহিত বাড়ি পূজা মন্ডপের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সরকার, ঘুঘুরচপ পূজা মন্ডপের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল।
থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রোকন উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খায়রুল আলম, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক টুটুল মজুমদার সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক, থানার পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে কোথাও যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বিভিন্ন সময়ে কিছু দুষ্কৃতিকারী অনাকাংখিত ঘটনার জন্ম দিয়ে পুরো দেশ ও সমাজকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ওই সকল দুষ্কৃতিকারীদের রুখতে হবে। শাহরাস্তি উপজেলা একটি শান্তিপূর্ণ এলাকা। অতীতে কখনো কোন অপ্রীতিকর ঘটনার জন্ম না হলেও আমাদের সব সময় সর্তক দৃষ্টি রাখতে হবে। প্রতিটি পূজা মন্ডপ কমিটিকে তাদের নিজস্ব পাহারার ব্যবস্থা, সিসি ক্যামেরা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য সহ সকলের সহযোগিতা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পেলে সাথে সাথেই আমাদের অবহিত করবেন। আমরা আমাদের সাধ্যমত ব্যবস্থা গ্রহন করবো। আমরা চাই যার যার ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হবে।