কচুয়ার দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে সপ্তমবারের মতো প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শেখ রাসেল ক্রীড়া চক্রকে ট্রাইবেকারে হারিয়ে স্থানীয় সাইফ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন অর্জন করেন।

দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রাশেদুল আলম রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের সভাপতি, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. বোরহান উদ্দিন মজুমদার। অনুষ্ঠানের সভাপতি মো. বোরহান উদ্দিন মজুমদার তার বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল সময়ের খেলাধুলার প্রতিযোগিতা অনেকটা হারিয়ে যাচ্ছে। তাই যুব সমাজ যাতে মাদক ও মোবাইলের অপব্যাবহারে আশক্ত না হয় সেজন্য এ অঞ্চলে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন অব্যহত থাকবে। আমার বিশ^াস যুব সমাজ খেলাধুলায় সক্রিয় থাকলে মাদক, ইভটিজিংসহ অসামাজিক কর্মকান্ড কমে আসবে।

এসময় কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,সদস্য মাসুদ রানা, সাংবাদিক ফয়সাল বিএসসি, কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের সাধারন সম্পাদক জুয়েল রানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মজুমদার, সদস্য ফারুক ব্যাপারী, মারুফ হোসেন, রাব্বি, বাবু, রাজু, বোরহানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ খেলোয়ারদের মাঝে পুরষ্কার সামগ্রী বিতরন করেন।

Loading

শেয়ার করুন