শাহরাস্তিতে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক
মোঃ কামরুজ্জামান সেন্টুঃ চাঁদপুরের শাহরাস্তিতে আন্তঃজেলা চোর চক্রের সদস্য মোঃ নজরুল ইসলাম প্রকাশ নজুকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের আঃ হান্নানের পুত্র মহিন উদ্দিনের ঘরে সিঁধেল চুরি সংঘটিত হয়। ওই সময় ৫টি মুঠোফোন, ২ টি পাসপোর্ট, ১ টি হাতঘড়ি সহ নগদ টাকা চুরি হয়। ঘটনার পর শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার পর গত সোমবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক (এস আই) মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার লাকসাম উপজেলায় অভিযান পরিচালনা করেন। ওই সময় মামলার তদন্তে প্রাপ্ত লাকসামের ডিমাতলী ভূঁইয়া বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র নজরুল ইসলাম প্রকাশ নজুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার হেফাজত থেকে চুরি যাওয়া ৪ টি মুঠোফোন, ২ টি পাসপোর্ট, ১ টি হাতঘড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন