শাহরাস্তিতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি : আজ ২২/০২/২০২৪ ইং তারিখ শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ, মোহাম্মদ আলমগীর হোসেন এর দিক-নিদের্শনায় এএসআই (নিঃ)/মোঃ কামাল হোসেন, এএসআই (নিঃ)/মোঃ ইব্রাহিম খলিল সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-১২৩/১৯ (শাহরাস্তি), ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোডের পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাদ্দাম হোসেন, পিতা-মিছিলোদ্দিন, সাং-নোয়াগাঁও (বিশারা বাড়ী) এবং জিআর-৮৪/২২ (শাহরাস্তি), ধারা-৩৯৯/৪০২/২২৫/৩৫৩ পেনাল কোডের পরোয়ানাভুক্ত আসামী শান্ত (২২), পিতা-আবুল খায়ের, সাং-সূচিপাড়া, উভয় থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরদ্বয়কে থানা এলাকা হতে গ্রেফতার করে।
গ্রেপ্তার দু’জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।