শাহরাস্তিতে নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির মিছিলে পুলিশের বাধা

মোঃ কামরুজ্জামান সেন্টু :
চাঁদপুরের শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহবান জানিয়ে ‘ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক’ শিরোনাম সম্বলিত লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়ার নেতৃত্বে মিছিলটি উপজেলার মেহের কালিবাড়ি থেকে শুরু হয়ে ঠাকুর বাজার এলাকায় গেলে পুলিশ তাতে বাঁধা দেয় এবং ওই সময় মিছিলটি সমাপ্ত হয়।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ লিটন, চিতোষী পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজি, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইন্জিঃ এবিএম পলাশ, সদস্য সচিব মোঃ আজগর হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সোলেমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

লিফলেটে আগামী ৭ জানুয়ারির ডামি ভোটের খেলা বর্জন, ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকা, সরকারের সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল, অন্যান্য প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম তাই লেনদেন এড়িয়ে চলা, রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলার হাজিরা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

Loading

শেয়ার করুন