শাহরাস্তিতে নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর -৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) নির্বাচনী এলাকায় নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টায় চাঁদপুরের শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন- নৌকার সমর্থক শোরসাক আলিয়ার বাড়ির শামীম হোসেনের ছেলে ফরিদ আহমদ (২৪) এবং ট্রাক প্রতীকের সমর্থক শোরসাক হাওলাদার বাড়ির মানিক খানের ছেলে ফখরুল খান (২০), একই বাড়ির মিজানুর রহমান হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (২৪)। আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর উভয় সমর্থকরা বাজারে প্রচার মিছিল বের করে। ট্রাক প্রতীকের সমর্থকরা নৌকার প্রচার মিছিলের সামনে অতিক্রমের সময় নৌকার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে শুরু করে। তাদের শ্লোগান শুনে নৌকার সমর্থকরা চিৎকার করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

চাঁদপুর-৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট ইলিয়াস মিন্টু জানান, নৌকা সমর্থকরা মিছিল নিয়ে শোরশাক বাজারে অবস্থিত ট্রাক প্রতীকের নির্বাচনী অফিস অতিক্রম করার সময় পূর্ব পরিকল্পিতভাবে নৌকার মিছিলে ট্রাক সমর্থকরা হামলা করে। ওই সময় উভয়পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ট্রাক প্রতীকের সমন্বয়ক মোঃ কামরুজ্জামান মিন্টু জানান, নৌকার সমর্থকরা আমাদের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছি।

এদিকে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, তথ্য পেয়েছি, পুলিশ সুপারের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

Loading

শেয়ার করুন