শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মোঃ কামরুজ্জামান সেন্টু : চাঁদপুরের শাহরাস্তিতে ড্রেজার দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে জমির মালিককে অর্থদণ্ড দেয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নুরিংপুর এলাকায় কতিপয় ব্যক্তি ড্রেজার দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন করছে মর্মে প্রশাসনের নিকট স্থানীয়রা অভিযোগ করে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের উদ্যোগে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

ওই সময় নরিংপুর হাকামতা এলাকার জমির মালিক মৃত শরবত আলী ভূঁইয়ার পুত্র আলী এরশাদকে (৫৫) বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধিত ৭ (ক) অপরাধে ১৫ ধারা মোতাবেক ৫০,০০০/= (পঞ্চাশ ) হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন, থানার উপপরিদর্শক (এস আই) মোঃ নুরুল আনোয়ার সঙ্গীয় ফোর্স ও সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

স্থানীয়রা জানায়, জমির মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে গ্রীন ভিউ রেস্টুরেন্ট কর্তৃপক্ষের নিকট অবৈধভাবে মাটি বিক্রয় করেছেন।

শনিবার, ০২ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন