হাইমচরে উপজেলা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত

হাইমচর প্রতিনিধি :  ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো মনোমুগ্ধকর আয়োজনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যকরী পরিষদ নির্বাচন- ২০২৪ এ সভাপতি পদে ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক ইলশেপাড় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাহেদ হোসেন দিপু, চাঁদপুর দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংগঠনিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম নির্বাচিত হয়। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শরীফ হোসেন ও যুগ্ম সম্পাদক পদে ২ জন সমান ভোট পেয়ে সাজ্জাদ হোসেন রনি নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান আল মামুনকে আগামী দুই বছর দায়িত্ব পালনের সুযোগ দেয়।

১৭ ফেব্রুয়ারী ২০২৪ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ভোট গগনা শেষে ৩ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ মাজহারুল ইসলাম শফিক। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর সিকদার ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জিএম ফজলুর রহমান আকাশের সার্বিক তত্ত্বাবধানে ২৭ ভোটারের মধ্যে ২৬ টি ভোট কাস্ট হয়। এতে ফারুকুল ইসলাম ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিএম জহির পান ৯ ভোট।

উপজেলা প্রেসক্লাবের এ উৎসব মুখর নির্বাচন পরিদর্শন করেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, হাইমচর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, হাইমচর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শাহাদাত সরকার হাইমচর থানা তদন্ত অফিসার মোঃ অলিউল্লাহ, হাইমচর ফায়ার স্টেশন লিডার ভারপ্রাপ্ত অফিসার মোঃ রতন শেখ প্রমুখ।

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু বলেন, এ বিজয় আমার একার নয়, এ বিজয় আমার সাংবাদিকদের, এ বিজয় হাইমচর উপজেলাবাসীর। আমার প্রেসক্লাব সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা শিকার করছি। তারা কেউ আমার প্রতিদ্বন্দ্বী না হয়ে আমাকে পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছে। আগামী ২ বছর তাদেরকে সাথে নিয়েই সকল কাজ সম্পাদনে তাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

নবনির্বাচিত সভাপতি মোঃ ফারুকুল ইসলাম বলেন, হাইমচরবাসী এ ধরনের একটি বিজয়ের অপেক্ষায় ছিল। আমি প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যদের কাছে কৃতজ্ঞতা শিকার করছি, তারা আমাকে পুনরায় সভাপতি পদে নির্বাচিত করেছে। তাদের প্রত্যাশা পূরণে আমি সর্বদা সচেষ্ট থাকবো। তাদেরকে সাথে নিয়েই সকল কার্যক্রম সম্পাদন করবো- ইনশাআল্লাহ।

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

নির্বাচন কমিশনার মাজহারুল ইসলাম শফিক জানান, উপজেলা প্রেসক্লাবের এ নির্বাচন সমগ্র উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে। হাইমচরবাসীর চাহিদার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত এ প্রেসক্লাবে আগামী দিনের নেতৃত্ব দেখার অধির আগ্রহে অপেক্ষমান ছিল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালট পেপারের মাধ্যমে। তাই সাংবাদিকরা তাদের অভিভাবক নির্বাচন করতে সহজ হয়েছে।

Loading

শেয়ার করুন