অঙ্গীকার বন্ধু সংগঠন-এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সরকার তৌহিদ:
স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা” এর আয়োজনে ৫ম শ্রেণির প্রাথমিক, মাদ্রাসার ইবতেদায়ী বিভাগ ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
০৮ ডিসেম্বর, শুক্রবার মতলবের ০২টি কেন্দ্রে মেধাবৃত্তি প্রকল্প বাস্তবায়ন উপ- কমিটির আহবায়ক জয়ন্তী ভৌমিক ও সদস্য সচিব শামীম আহম্মেদ এর পরিচালনায় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মতলব কেএফটি কলেজিয়েট স্কুল কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য, মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ বাদল, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য, জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হালেমা খাতুন। পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, উপ কমিটির সমন্বয়ক মুহাম্মদ আল আমিন মিয়াজী, সংগঠনের সাধারণ সম্পাদক ও যুগ্ম সমন্বয়ক এ এস পলাশ, প্রতিষ্ঠাতা সদস্য ও উপ-কমিটির যুগ্ম আহবায়ক ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি ও উপ- কমিটির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন পাটোয়ারী, কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু, উপ-কমিটির সদস্য মো. পারভেজ তালুকদার, মাহিনুর ইসলাম বৃষ্টি, আল আমিন আরিয়ান, সীমান্ত পাল, মোঃ সৈকত তালুকদার, সুমন চন্দ্র সাহা, মোঃ সবুজ, মোঃ তামিম তালুকদার, মোঃ সাইফুল ইসলাম পাটওয়ারী, তুষার রায়, ইকবাল হোসেন আরিয়ান, শাকিল আহম্মেদ নিলয়, তৌকির আহমেদ পাটওয়ারী, মোঃ কামরুল হাসান, আইরিন পারভীন, মোঃ তাহসিন মিয়াজী, সম্মানিত সদস্য মোঃ রোমান সরকার, সৈকত পাল।
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
এতে কেন্দ্র পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত সদস্য তাছলিমা আক্তার আঁখি, সংগঠন এর উপদেষ্টা পরিষদের সদস্য সাইয়্যেদুল আরেফিন শ্যামল, আল মহসিন প্রধান, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মতলব শাখার সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, নারায়ণপুর প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, অঙ্গীকার বন্ধু সংগঠন এর সাবেক সভাপতি, বর্তমান এলিট পরিষদের সদস্য সাংবাদিক আরিফুল ইসলাম শান্ত, মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুর রব পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ইউপি সদস্য তাপস সরকার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, মোঃ শাহজাহান, হাছিনা আক্তার।
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য ইসরাত জাহান, মোঃ রিফাত পাটোয়ারী, তুষার দাস, শয়ন বর্মণ, সাথী আক্তার সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক/ শিক্ষিকা সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।