আদর্শ শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়ার উদ্বোধন
সাহেদ হোসেন দীপু : হাইমচর উপজেলায় প্রাথমিক পর্যায়ে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার।
১১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০ টায় আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।
স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহাদাত বলেন- আদর্শ শিশু নিকেতন ও মাজহারুল ইসলাম শফিকের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। শহর ও গ্রামের বৈষম্য দূর করে নিজস্ব সিলেবাসে এ প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ফলে এখানকার শিক্ষার্থীরা দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করে।
তিনি বলেন, খেলাধুলা হচ্ছে পড়াশোনার অন্যতম একটা অংশ। শরীর চর্চা ও বিনোদন মনে প্রশান্তি আনে। আর খেলাধুলায় দেহ থাকে রোগমুক্ত। তাই ভালো ফলাফল পেতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই।
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শুভেচ্ছা বক্তব্যে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক বলেন, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের জীবনযাত্রা। আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্রে। আর সেই আধুনিক যুগে ডিজিটালাইজড পদ্ধতিতে পরিচালিত হয়ে আসছে আদর্শ শিশু নিকেতন স্কুলে শিক্ষা কার্যক্রম। একজন আদর্শবান সন্তান দেশের শ্রেষ্ঠ সম্পদ। বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জিং যুগ মোকাবেলায় আমাদের শিশুরা তৈরি আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেই আদর্শবান সুনাগরিক গঠনে আদর্শ শিশু নিকেতন-ই সেরা।
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলগী বাজার ব্যবসায়ি কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু প্রমুখ।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, স্কুলের উপাধ্যক্ষ ফালগুনী মজুমদার সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।