কচুয়ার রাজবাড়ী হোসনেআরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন শহীদ উল্যা পাটওয়ারী

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার রাজবাড়ী (আলীয়ারা) হোসনেআরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেছেন, পালাখাল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদ উল্যা পাটওয়ারী।

শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যশোর জেলার সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের অন্যতম সদস্য মো. আমিনুল ইসলাম তাকে চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ প্রদান করেন। এসময় বিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট মো. মোস্তাক আহমেদ, জেলা পরিষদ সাবেক সদস্য রওনক আরা রত্না , উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মো. শফিকুর রহমান, বিদ্যালয়ের সদ্য সাবেক দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জগন্নাথ চন্দ্র বনিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার আলীয়ারা গ্রামের অধিবাসী বহু মানুষ গড়ার কারিগর বিশিষ্ট শিক্ষানূরাগী গত বছরের ২৯শে অক্টোবর ৩৭ বছরের শিক্ষকতা জীবন শেষে পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর গ্রহন করেন। এবং পরবর্তীতে ২২শে মার্চ এ অঞ্চলের নারী শিক্ষার মান উন্নয়নে তাঁকে রাজবাড়ী হোসনেআরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দায়িত্বভার দেয়া হয়।

এক প্রতিক্রিয়ায় নতুন দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী হোসনেআরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যা পাটওয়ারী বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। বিগত দিনে শিক্ষকতার দায়িত্ব পালনকালে চেষ্টা করেছি সততা, ন্যায়নীতি ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে। পুনরায় এ বিদ্যালয়ের দায়িত্ব যথাযথ পালনে সকলের দোয়া ও সহযোগিতা চাই।

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন