চাঁদপুরে শামীম চোকদারের বাসায় দূধর্ষ চুরি : প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার  : চাঁদপুর শহরের গুয়াখোলা রোডের বাসিন্দ শামীম চোকদারের বাসায় দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে। জানা যায় চাঁদপুর শহরের গোয়াখোলা রোডের গুয়াখোলা রোডের বাসিন্দা অথ্যাৎ মাহবুবুর রহমান শাহীন চোকদারের বাসার পাশ্বে লাগুয়া বিশিষ্ট ব্যবসায়ী শামীম চোকদারের ১তলা বাসার জানালার গ্রীল কেটে চোরের দল বাসার ভিতরে ডুকে স্টীল আলমিরাসহ সকল কিছু তছনছ করে ফেলে।

এমনকি চোরের দলের হাত থেকে বাথরুমের মালামাল হোক রক্ষা পাইনি। পুরো বাসার মূল্যবান আসবাপএ গুলো খুব কৌশল করে তারা বাসা থেকে নিয়ে যায়। বাসার বিভিন্ন লাইনের তার গুলো কেটে ফেলে, ব্যবহৃত বিভিন্ন দামি জিনিসপত্র নিয়ে যায়।

বাসার বাসিন্দারা জানান প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চোরের দল নিয়ে গেছে।

এমন দুর্ধর্ষ চুরির ঘটনার বিষয়ে বাসিন্দারা জানান তাদের ব্যক্তিগত কাজে চাঁদপুরের ঢাকায় বাসার লোকজন অবস্থান করছিলেন। এই সুযোগটি কাজে লাগিয়ে বাসার নিচতলার পুরো একটি জানালার পুরো গ্রিল কেটে তারা এই ধরনের অপকর্ম করেছে ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে বাসায় এসে এই অবস্থা দেখে তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানো হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়ার নির্দেশে মডেল থানার এসআই কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সব দেখেশুনে আসেন।
বাসার মালিক শামীম চোকদার জানান, ঘটনার বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়ার সাথে কথা হলে ঘটনার বিষয়ে জেনেছেন বলে তিনি জানান। ঘটনার বিষয়ে তাৎক্ষণিক মডেল থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেখে এসেছে। বাসার মালিক আইনগত ব্যবস্থা নিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন

Loading

শেয়ার করুন