প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণপুর ইউনিয়নে সমাবেশ

গোলাম নবী খোকন :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক ত্রান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও স্বাধীনতা পদক প্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে বিএনপিকে প্রতিহত করা হবে।

আওয়ামী লীগ কোনো সংঘাত চায় না। ষড়যন্ত্র করলে বিএনপিকে রুখে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি। আর কয়েক মাস পরেই দ্বাদশ জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারও দেশে আগুন সন্ত্রাসের চেষ্টা করছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা বেচেঁ থাকলে দেশ ভালো থাকবে। বিএনপি ক্ষমতায় যেতে পারবে না তাই তারা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে দেশকে আবারো নৈরাজ্য, সন্ত্রাস ও অরাজগতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।

তাই এখন থেকে আওয়ামীলীগ মাঠে থেকে জনগণকে সাথে নিয়ে ওদের মোকাবেলা করবে।

৪নং নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত প্রতিবাদ সভায় ইউনিয়ণ আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তি যোদ্ধাদা আবুল কালাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের , সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ এর সম্মানীয় সদস্য, সাজেদুল হোসেন চৌধুরী দিপু, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, মতরব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌর সভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মতলব দক্ষিণ উপজেলার মহিলা আঃ লীগের সভাপতি, আসমা আক্তার আঁখি, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, নারায়নপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি, কামরুজ্জামান কাকন, সাধারন সম্পাদক জাহিদ খান বাবু,আওয়ামী লীগ নেতা, মো. নজরুল ইসলাম, মো. জয়নাল আবেদীন,নারায়ণপুর ইউনিয়ণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জমির হোসেন পাটোয়ারী ,ইউনিয়ণ যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, সাখায়ত হোসেন প্রধান ,ইউনিয়ণ যুবলীগ নেতা রাসেল প্রধান , ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা ওচমান গনি, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক সাকিবুল হাসানপ্রমুখ।

Loading

শেয়ার করুন