ফরিদগঞ্জে বিচার প্রার্থীর জামানতের টাকা ইউপি চেয়ারম্যানের আত্মসাতের অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি  :
চাঁদপুরের ফরিদগঞ্জে ১৫নং উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছারুল আলম কামরুল বিচার প্রার্থীর জামানতের টাকা না দিয়ে আত্মসাৎ করার পাঁয়তারা করছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মিলন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ বিল্লাল হোসেন ভূঁইয়া ও মোঃ আরিফুর রহমান আজাদ জানান, কোনো অজানা কারণে টাকা দিচ্ছে না চেয়ারম্যান, তা আমরা জানি না।

ভূক্তভোগী আবু ইউছুফ লিখিত অভিযোগ ও মৌখিকভাবে জানান, গত ৯ মাস পূর্বে চেয়ারম্যানের হাতে ৬০হাজার টাকা জামানত রাখি। তিনি ঠিকাদারকে দিয়ে কাজ না করায়ে পুরো টাকাই আত্মসাৎ করার পাঁয়তারা করছেন। গত ৮ আগষ্ট /২৩ আমাকে খবর দিয়ে নিয়ে তারা অনুগত বাহিনী দিয়ে হুমকি ধমকি দিয়েছে। টাকাতো দেবেই না বরং কোনো ‘টু’ শব্দও করতে পারব না বলে হুঁশিয়ার করে দেয়।

তিনি আরো জানান, নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিলে তিনি অভিযোগটি গ্রহণ না করে ফেরৎ দিয়ে বলেন, আমরা জনপ্রতিনিধিদের বিচার করতে পারবো না।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসানের বক্তব্য হচ্ছে, কিসের টাকা? আমি জানিনা। আপনারা এসে তদন্ত করে দেখেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাছলিমুন্নেছাকে ফোন দিলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানকে অভিযোগটি গ্রহণ না করার কথা জানালে তিনি বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন।

Loading

শেয়ার করুন