বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

সফিকুল ইসলাম রানা :

মতলব উত্তরে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, দেশের সাধারণ মানুষের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার। আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে।

ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব, ফরাজীকান্দি ইউনিয়নপর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা গাজী, ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন, ওয়ালী উল্লাহ দেওয়ান, খোকন মেম্বার, আবদুল হালিম, মৎস্যজীবী লীগ নেতা ওমর আলী।

ফরাজীকান্দি ইউনিয়নে বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ৪২ জন, বয়স্ক ভাতা ২০৯৩ জন, বিধবা/স্বামী পরিত্যক্ত ভাতা ৮০৮ জন, প্রতিবন্ধী ভাতা ৪২১ জন, মা ও শিশু সহায়তা ভাতা ১৫০ জন, ভি ডব্লিউ ডি ভাতা ২২১জন, ৪০ দিনের কর্মসূচি ১৫৮জন, টিসিবি ১৮৪৩ জন, ভিজিএফ ২৪০০জন, গৃহ পুনঃর্বাসন ও আশ্রায়ন প্রকল্প ২২১ জন, ১৫ টাকা কেজি চালের কার্ড ৯০৪ জনকে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা দেওয়া হয়। এছাড়া উপবৃত্তি, শিক্ষাবৃত্তি, হরিজন, হিজড়া, বেদে, এবং জনপ্রসর জনগোষ্ঠী জীবন মানউন্নয়ন ভাতা নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকার।

Loading

শেয়ার করুন