বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজী জব্দ, হাজীগঞ্জের দু’জনসহ আটক ৩

সাদ্দাম হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট :

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১০ এপ্রিল দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার নগরীপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার ১৫০ পিস ভারতীয় আতশবাজীসহ ৩ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

আটককৃত চোরাকারবারীরা হলো : হাজীগঞ্জের টোরাগড় গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মনির হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হুমায়ুন কবির (৪৯) এবং কুমিল্লার বরুড়া উপজেলার খাজুরগাঁও গ্রামের মফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩২)। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত চোরাকারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজী’সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন