ব্রেন স্ট্রোক চিকিৎসায় নতুন পদ্ধতি

ব্রেন স্ট্রোক? প্যারালাইসিস? ভয় পাবেন না। শুধু সুস্থ করে নয়, এখন রোগীকে সচল করেও বাড়ি ফেরাচ্ছেন চিকিৎসকরা। আধুনিক এই চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে কলকাতায়।

সাধারণভাবে ব্রেন স্ট্রোক হলে চিকিৎসার জন্য খরচ হয় লাখ লাখ টাকা। এরপর অনেক ক্ষেত্রেই দেখা যায় শরীরের কোনো অংশে প্যারালাইসিস হয় যায়। কোনো মতে প্রাণে বাঁচিয়ে রোগীকে বাড়িতে পাঠান চিকিৎসকরা। কিন্তু সেই দিন এখন শেষ। এখন এসে গিয়েছে স্ট্রোক রিহ্যাব পদ্ধতি।

স্ট্রোকের চিকিৎসার পর প্যারালাইসিস থেকে রোগীকে মুক্তি দিতে চিকিৎসা করা হয়। এর জন্য হাসপাতালেই থাকে জিমখানা। প্যারালাইসিস আক্রান্ত রোগীর ফিজিওথেরাপি যেমন চলে, তেমনই তার আত্মবিশ্বাস ফেরাতে নানা পদ্ধতি অবলম্বন করা হয়।

তবে এক একেক ক্ষেত্রে একেক রকম পদ্ধতি অবলম্বন করা হয়। আর এতে খরচও খুব বেশি হবে না জানিয়েছেন চিকিৎসকরা। সূত্র: জি নিউজ।

 যোগাযোগ করুন
হাকীম মো. মিজানুর রহমান
মুঠোফোন :
০১৭৬২-২৪০৬৫০
০১৮৩৪-৮৮০৮২৫
০১৯৬০-২৮৮০০৭

সারাদেশে কুরিয়ার সার্ভিসে ডেলিভারী দেওয়া হয়।
ইবনে সিনা হেলথ কেয়ার
স্বাস্থ্যসেবায় বিশ^স্ত প্রতিষ্ঠান

Loading

শেয়ার করুন

Leave a Reply