মতলব উত্তরের ৫ স্থানে এসি মিজানের উদ্যোগে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া

সফিকুল ইসলাম রানা :

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে চাঁদপুর-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান) নেতৃত্বে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা হয়।

সোমবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বদরপুর শাহ সোলাইমান লেংটার মাজারে মিলাদ ও দোয়া, সাদুল্যাপুর, বাগানবাড়ি, দূর্গাপুর, ইসলামাবাদ, ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫টি স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান)।

২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মতলব উত্তর উপজেলার বদরপুর শাহ সোলায়মান লেংটার মাজার শরীফে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। চাঁদপুর-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান) এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, সাবেক ছাত্রলীগ নেতা মো. নাজমুল হক টিটু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবিউল সরকার, আওমী লীগ নেতা লেলিন খান’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সাদল্লাপুর মোড়ে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগে সভাপতি আলমগীর মেম্বার, সাধারণ সম্পাদক কামাল বকাউল, সহ-সভাপতি রেহান তালুকদার, যুবলীগের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-সভাপতি স্বপন মিয়া, মহিলা লীগ নেত্রী সাথী আক্তার, আওয়ামী লগি নেতা আবদুল মতিন, কামরুল মোল্লা।
বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আনোয়ারপুর মোড়ে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিদ রওশন আলী, যুবলীগ নেতা সোহেল, কবির হোসেন, সুমন, দিপু ভূঁইয়া, রাজিব, রাসেল, জয়নাল, রুবেল, রফিক, কালাম।

সুজাতপুর বাজারে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি মাইন উদ্দিন, যুবলীগ নেতা তামজিদ, মো. লিটন, ডালিম, সোহেল চৌধুরী, আরিফুর রহমান জুয়েল।

ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এনায়েত নগর সাহেব বাজারে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সভাপতি দুলাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক গফুর মাঝি, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শাহজাহান সরকার, ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবদুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক লেিগর সভাপতি প্রার্থী স্বপন শিকদার, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শুভ, সাবেক সাধারণ সম্পাদক রিগান, শিকদার খোরশেদ ও মজিবুর রহমান।

এ সময় তিনি ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপর নৃশংস গ্রেনেড হামলা ও আইভি রহমানসহ নিহত সকলের হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

বিভীষিকাময় ২১ শে আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, ১৯ বছর আগে এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতক্ষ্য মদদে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়। আজ সেই ২১ আগস্ট, নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল বিভীষিকাময় দিন।

Loading

শেয়ার করুন