মতলব উত্তরে আবদুল লতিফ সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার মুক্তিরকান্দি পাঠান বাজার আলহাজ্ব আবদুল লতিফ স্মৃতি শিক্ষা কানন কিন্ডার গার্টেন স্কুলের পক্ষ থেকে মরহুম আলহাজ্ব আবদুল লতিফ এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮এপ্রিল) সকালে আলহাজ্ব আবদুল লতিফ স্মৃতি শিক্ষা কানন কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে কাতার প্রবাসী আবুল কাশেম সরকারের আয়োজনে মিলাদ মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাদুল্যাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন। মরহুম আবদুল লতিফ সরকারের সহধর্মিণী রাজিয়া বেগম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাদুল্যাপুর ইউপির সচিব মো. মানিক মিয়া, ইউপি সদস্য মিজানুর রহমান, মো. রিপন মুক্তার, মাজহারুল আনোয়ার মিথুন।

অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা মনির হোসেন মালেক। দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোজাম্মেল হক। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোজাম্মেল হক।
মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণে নিহতদের স্মরণে দোয়া করা হয়।

Loading

শেয়ার করুন