মতলব উত্তরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে এক নলা দেশীয় বন্দুক, ২টি রামদা ও ২টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ সেপ্টেম্বর) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে, মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি ডাকাত দল অবৈধ অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায় এবং ফেলে রেখে যায় একটি এক নলা বন্দুক (স্টিল অংশ প্রায় ২০ ইঞ্চি, কাঠের হাতল ৪.৫ ইঞ্চি), দুইটি চাইনিজ কুড়াল (প্রতিটি প্রায় ১৩.৫ ইঞ্চি লম্বা, কালো অংশ ৭ ইঞ্চি ও হলুদ অংশ ৬ ইঞ্চি, হাতলে ‘ঔইখ’ লেখা), এবং দুইটি রামদা (লোহার অংশ প্রায় ২৫ ইঞ্চি, কাঠের হাতল ৬ ইঞ্চি সাদা রঙের)।

উদ্ধারকৃত অস্ত্র তালিকাভুক্ত করে জব্দ করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টি সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করার জন্য মতলব উত্তর থানায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া জানান, মোহনপুর লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন ধরেই ডাকাতির আতঙ্ক রয়েছে। কোস্ট গার্ডের এ ধরনের অভিযান আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ডাকাতরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র জব্দ করতে সক্ষম হয়েছি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, কোস্ট গার্ড উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় হস্তান্তর করেছে। বিষয়টি সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
ডট কম

Loading

শেয়ার করুন