মতলব উত্তরে শারদীয় দুর্গাপূজার উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রানা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর উপজেলার ৩৪টি মন্ডপে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুর্গা উৎসব পালিত হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, গোলাম নবী খোকন, সুমন আহমেদ, গজরা ইউপি চেয়ারম্যান শহিদউল্ল্যা প্রধান, উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি বাবু রাদে শামসাহা চান্দু, রায়েরকান্দি নমসূত্রপাড়া পূজা মন্ডপের সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা-ইউপি সদস্য , আনসার ভিডিপির কর্মকর্তা, প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ইউএনও মাহমুদা কুলসুম মনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দুর্গাপূজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি, কিশোর গ্যাং ও মাদকসেবিদের আড্ডা, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কোনভাবেই সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

এসময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। প্রতিটি পূজা মন্ডপে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার মোতায়েন থাকবে। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হবে। আমরা চাই, সবাই শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন করুক।

প্রস্তুতিমূলক সভায় প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ডট কম

Loading

শেয়ার করুন