মতলব উত্তরে সাদা-কালো সংগঠনের উদ্যোগে ১৫৩ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

সফিকুল ইসলাম রানা  :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাদা কালো সংগঠনের উদয়েগে ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৩ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

২৯ জুলাই শনিবার সকালে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে এ মেধাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সাদাকালো স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি কৃষিবিদ রুহুল আমীন।

তিনি বলেন,”যেকোনো কাজে স্বীকৃতি দেওয়া হলে সমাজে আলোকিত মানুষ বাড়বে। সেই লক্ষ্যে আমরা সাদাকালো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাবীদের যাচাই করে প্রথম- দ্বিতীয়- তৃতীয় মেধাক্রমে তিন জনকে পুরস্কৃত করি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবীদের মূল্যায়নের বিকল্প আর কিছু হতে পারে না।”

সংগঠনটির সভাপতি সোহেল সরকারের সভাপতিত্বে সানি ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদা-কালো মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ-আলম, সদস্য সচিব সোহেল রানা, সাদাকালো স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি ডাঃ মকবুল হোসেন (মুকুল), আবুল কালাম আজাদ, নুরে আলম প্রধান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাদা কালো স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক এস আলম মাস্টার।

এসময় উপস্থিত ছিলেন, সাদাকালো মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ নাজমুল হাসান রাসেল, সাদা কালো স্বেচ্ছাসেবী সংগঠনের কোষাধক্ষ্য আলম শামসুজ্জামান, সাদাকালো মেধাবৃত্তির বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন সুমনসহ অন্যান্য সদস্যরা।

Loading

শেয়ার করুন