মতলব দক্ষিণে স্কুল ছাত্রীর আত্মহত্যা
নিউজ ডেস্ক :
মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের নারায়নপুর গ্রামের প্রধানিয়া বাড়ির মো. বাবুল প্রধানীয়ার স্কুল পড়ুয়া মেয়ে নুসরাত ফারিয়া ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
গত ১৬ আগস্ট বিকেল চারটায় নিজ বসত ঘরের ফ্যানের সাথে দড়ি পেচিয়ে আত্মহত্যা করে। এ সময় ঘরে কেউ ছিল না। এ দৃশ্য প্রথমে তার মা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হয়।
নুসরাত ফারিয়া স্থানীয় নারায়ণ পুর পপুলার উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয় অকৃতকার্জ হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। নিহত নুসরাত ফারিয়া চার বোনের মধ্যে তৃতীয়।
পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়।
পারিবারিক সূত্র থেকে নুসরাত ফারিয়ার আত্মহত্যার কারণ সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এই খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আত্মহননকারী নুসরাত ফারিয়ার লাশ পোস্টমর্টেমের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি । এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।