শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রাহঃ) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
বিশেষ প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রাহঃ) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ সম্পন্ন হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রাহঃ) স্মৃতি মেধাবৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ ও সূচিপাড়া ডিগ্রি কলেজ এবং উপকেন্দ্র সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ২ হাজার ২শ ৫৮ জন পরীক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
মেহের ডিগ্রি কলেজ কেন্দ্রে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, ফাউন্ডেশনের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফারুক আহমদ মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব, টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ভূঁইয়া, মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
সূচিপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে উপস্থিত ছিলেন সৃচিপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, কলেজের উপাধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাসান জুলহাস, মাস্টার হেলাল আহমেদ প্রমুখ। উপ পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন, আবু তাহের।
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
পরিদর্শক হিসেবে ছিলেন মোঃ আব্দুর রহিম, মীর হোসেন, আব্দুল্লাহ আল বাকী, উপকেন্দ্র সূচিপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র তত্ত্বাবধায়ক ছিলেন দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইভা রানী দে।
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
প্রতিবছরের ন্যায় শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রাহঃ) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সকল অভিভাবক, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।