শাহরাস্তি পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত

বিশেষ প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে চাঁদপুরের শাহরাস্তি পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ দোয়া ও মিলাদের আয়োজন করেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ আছর শাহরাস্তি পৌর ৮ নং ওয়ার্ডের নিজমেহার বায়তুল আমান জামে মসজিদে এ আয়োজন করা হয়।

ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান পাটোয়ারীর সার্বিক পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিজমেহার বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওঃ রফিকুল ইসলাম।

দোয়া ও মুনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনিদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে ও ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।

এছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে দোয়া করা হয়।

Loading

শেয়ার করুন