সুগন্ধি-সটাকী বরোপীটে বিষ দিয়ে মাছ নিধন

মতলব উত্তর প্রতিনিধি :

মতলব উত্তর উপজেলার সুগন্ধি সটাকী বরোপীটে বিষ প্রয়োগ করে ৪ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সুগন্ধি সটাকি বরোপীট জলাশয়ে এ ঘটনা ঘটে।

বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৪ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। সুগন্ধি গ্রামের সাইফুল ইসলাম বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সুগন্ধি সটাকি বরোপীট জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। মাছ ধরার জন্য পানি সেচে কমানো হয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি চলে যাই। বুধবার সকাল গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠছে। দুর্বৃত্তরা আমার জলাশয়ে মাছ মারার জন্য কীটনাশক ব্যবহার করেছে।

তিনি আরো বলেন, সুগন্ধি গ্রামের আনিছুর রহমান’সহ তার সাঙ্গপাঙ্গরা পূর্ব শত্রুতার জের ধরে এ কাজ করেছে। মৎস্যচাষি সাইফুল ইসলাম’সহ এলাকার যুবকরা মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights