ফরিদগঞ্জে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত 

মোঃ আনিছুর রহমান সুজন :
মাছের উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই পদি পাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে  মৎস বিভাগের উদ্যোগে ২০২২- ২৩ অর্থ বছরের বিল নার্সারী স্হাপনা কার্যক্রমের উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে ২শ কেজি রুই,কাতলা,মৃগেল মাছের পোনা অবমুক্ত করা  হয়েছে।

উপজেলা মৎস কর্মকর্তা কার্যালয় আয়োজনে বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলার ডাকবাংলা সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা মৎস কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, চাঁদপুর জেলা মৎস জরীপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারন সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, আনিছুর রহমান সুজন, ফারুক হোসেন মৃধা প্রমুখ।

Loading

শেয়ার করুন