ফরিদগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান খানের দাফন সম্পন্ন
মোঃ আনিছুর রহমান সুজন :
ফরিদগঞ্জ উপজেলার হর্নি দুর্গাপুর ভূঁইয়া বাড়ির বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহাজাহান খান (৭৫) বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি —রাজেউন।) মৃত্যু কালিন ৪ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানানোর পর পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এতে অংশ নেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল্যাহ তপাদার, প্রেসক্লাব সহ-সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, প্রভাষক হারুনুর রশিদ, ডেপুটি কমান্ডার মোঃ সারওয়ার হোসেন, প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানসহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা।
এছাড়া ও তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ড.শামছুল হক ভূঁইয়া শোক বাণী ভিডিও বক্তব্য দিয়েছেন। ।