`বঙ্গবন্ধু যে ভিত্তি রচনা করেছিলেন তা আজ শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে’
সফিকুল ইসলাম রানা :
চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা বিশ্ব ইতিহাসে মানবাধিকার ও মানবতার এক কলঙ্কজনক অধ্যায়।
২৮ আগস্ট সোমবার সকালে চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার আশ্বিনপুর ঈদগাহ মাঠে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর -২ ( মতলব উত্তর -দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এ কথা বলেন ৷
এমপি রুহুল বলেন,’বাংলাদেশের অস্তিত্ব ও শেখ মুজিবুর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। তার মতো একজন দূরদর্শী রাষ্ট্রনায়ককে হত্যা সত্যিই হতাশা ও বেদনার।’
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার মহানায়ককে হত্যা জাতি হিসেবে আমাদের কলঙ্কিত করে।
প্রধান আলোচক হিসেবে বত্তব্য দেন মতলব দক্ষিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ,বিশেষ অতিথির বত্তব্যে দেন, মতলব দক্ষিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ লেয়াকত হোসেন
নায়েরগাও দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ চান মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরো বত্তব্য দেন, মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত, শালে আহাম্মদ,বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মতলব দক্ষিন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, মতলব পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার,খাদেরগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর আহমেদ রিপন মীর,নায়েরগাও দক্ষিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা পাটোয়ারী,মতলব পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রিয়াদুল আলম, ৯ নং ওয়ার্ড পৌর আওয়ামিলীগের সভাপতি জহিরুল ইসলাম,নায়েরগাও উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নায়েরগাও উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাসেল পাটোয়ারীসহ আরো অনেকে ৷
নুরুল আমিন রুহুল বলেন, ‘স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে দেশ পুনর্গঠনে মনোনিবেশ করেছিলেন। তার স্বপ্ন ছিল একটি সুখি ও সমৃদ্ধশালী সোনার বাংলার।’
‘স্বাধীনতার মাত্র তিন বছরেই বঙ্গবন্ধু বাংলাদেশ উন্নয়নের যে ভিত্তি রচনা করেছিলেন তা আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। আজ বাংলাদেশ উন্নয়নশীল একটি অগ্রগামী দেশ হিসেবে বিশ্বে পরিচিত হয়েছে বলে বলেন এমপি রুহুল ৷