মতলব উত্তরে ওলামায়ে আহলে সুন্নত ওয়াল জামাত ও সুন্নী জামাত যুব সংগঠনের বিক্ষোভ মিছিল
![](https://chandpurreport.com/wp-content/uploads/2024/02/2.gif)
ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে
![](https://chandpurreport.com/wp-content/uploads/2024/01/diabeties.jpg)
মতলব উত্তর প্রতিনিধি
ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলিদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মতলব উত্তর উপজেলায় ওলামায়ে আহলে সুন্নত ওয়াল জামাত ও সুন্নী জামাত যুব সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মতলব উত্তর থানার সামনের সড়কে মিছিল-সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে বক্তারা, ফিলিস্তিনের নিরীহ মুসলমান ও আল-আকসা মসজিদে মুসল্লিদের উপর ইসরায়েলিদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে যখন নিরীহ মুসলমান নিধন চলছে তখন বিশ্ব মোড়লরা নিরব। জাতিসংঘও মুসলমান রক্ষায় কোন ভ‚মিকা রাখছে না। এ অবস্থায় বিশ্ব মুসলিম এক হওয়ার বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের হামলা চিরতরে বন্ধ করতে হবে। এজন্য দ্রæত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে। আল-আকসা থেকে ইসরায়েলের সবধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পবিত্র মসজিদটিতে যাতে মুসলমানরা নির্বিঘেœ ইবাদত বন্দেগি করতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।
মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নত ওয়াল জামায়াত ও সুন্নী জামায়াত যুব সংগঠন এর আয়োজনে ওলামায়ে আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি আল্লামা শায়খ আশফাক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতী আহমদ উল্লাহর সঞ্চালনায় সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা অলি উল্লাহ, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মাওলানা বদিউজ্জামান বাহার, মাওলানা আমিনুল ইসলাম, এইচ এম কামরুল হাসান ও ইঞ্জিনিয়ার নাহিদ খান, এইচএম কামরুল হাসান প্রমুখ।
![](https://chandpurreport.com/wp-content/uploads/2024/01/hakim-mizanur-rahman.jpg)
![](https://chandpurreport.com/wp-content/uploads/2024/02/3.gif)